নিউজডেস্ক: পঞ্চায়েত ভোটের মুখে মালদহের চাঁচলের গালিমপুর,শ্রীপতিপুর সহ বিস্তীর্ণ নদী বাঁধ পরিদর্শনে গেলেন বিধায়ক নীহার রঞ্জন ঘোষ।ভোটের মুখে প্রচারের আলোয় আসতে তড়িঘড়ি নদী বাঁধ পরিদর্শন। বিধায়ককে খোঁচা কংগ্রেসের।বাঁধ সংস্কারের দাবিতে একাধিকবার আন্দোলন করেছে এলাকাবাসী।বর্ষায় জলের তোড়ে ভিটে ছাড়া না হতে হয়,তাই পরিত্যক্ত বাঁধ মজবুত আকারে সংস্কারের দাবি জানিয়েছে এসছেন গালিমপুর,খিদিরপুর,শ্রীপতিপুর এলাকার মানুষেরা। কিন্তু দাবি পূরন হয়নি।
গ্রামবাসীদের দাবি পূরণ এবার এগিয়ে এলেন এলাকার তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষ।তিনি মহানন্দা নদী বাঁধ পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দেওয়ার পাশাপাশি নাম না করে কংগ্রেসকে আক্রমণ করে বলেন,এর আগে এখানে যারা বিধায়ক ছিল,তারা কোন কাজ করেননি।আমি মানুষের পাশে আছি।তাদের সমস্যা দ্রুত মেটাব। বিধায়কের বক্তব্য ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। চাঁচল-১ নং ব্লক কংগ্রেস কমিটির সভাপতি আঞ্জারুল বলেন,চাঁচলে যা কিছু হয়েছে,সব কংগ্রেস করেছে।মহানন্দা নদী বাঁধরোড কংগ্রেসেই করেছিল।তৃণমূলের বিধায়ক এখন মিথ্যার রাজনীতি করছে। অন্য দিকে চাঁচল-১ নং ব্লক সিপিআইএমের এরিয়া কমিটির সম্পাদক হারুন অল রশিদ বলেন,এতদিন বিধায়ক কোথায় ছিলেন।ভোট আসতেই এখন এলাকায় গিয়ে নাটক শুরু করছেন।
- দীর্ঘ দিনের আন্দোলনের ফল হিসেবে ইসলামপুর আলিনগর রেললাইনের ওপর ওভার ব্রিজ তৈরি হতে চলেছে
- ব্যাংক কর্মী নাম করে প্রায় দেড় লক্ষ টাকা প্রতারণা! ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ
- ট্যাবের টাকার পর এবার আবাসের টাকা গায়েবের ঘটনায় চাঞ্চল্য পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়
- জীবন নদীর কথকতা ; মুহুরী একটি নদী
- ভ্রমণে ভিয়েতনাম