নিউজডেস্কঃ ভোটে জয়ের পরই বাজারে রটেছিল রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যানী দল ত্যাগ করবেন। যদিও তখন সেটা শুধুই রটনা ছিল বলে দাবি ছিল। পরে অবশ্য দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে বিধায়কের। তারই ফল হিসেব ঘাসফুল শিবিরের যোগদান করেন তিনি।

অবশেষে প্রকাশ করলেন বিজেপি ছাড়ার কারন

কেনো পদ্ম শিবির ছেড়ে তৃণমূলে শিবিরে যোগ দিলেন বিধায়ক সে বিষয়ে এত দিন মুখ খোলেন নি তিনি। অবশেষে মুখ খুললেন কৃষ্ণ কল্যাণী। মঙ্গলবার রায়গঞ্জে একটি রাস্তার শিলান্যাসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। সেখানেই তিনি বলেন, আপনারা আমাকে বিশ্বাস করে বিধায়ক করেছেন। কিন্তু বিধায়ক হয়ে কাজ করতে পারছিলাম না । দিলীপ ঘোষকে নিশানা করে তিনি বলেন, হেস্টিংসে বৈঠক চলাকালীন দিলীপ ঘোষ বলেন, কাজের গতি কমাতে। নিজের স্পিড ৭০ কিমি হলে আর সেখানে যদও জেলার স্পিড ৪০ কিমি হয় তাহলে নিজের গতি কমিয়ে জেলার স্তরে নামাতে হবে।

বিধায়কের মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাহুল সিনহা্ যা বললেন

রায়গঞ্জের বিধায়কের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতের রাহুল সিনহা বলেন, উনি হয়তো ভুলে গেছেন ওনাকে মানুষ ভোট দিয়েছিল বিজেপি প্রার্থী বলেই। উনি ভোটে জিতে দলটাই পালটে জোড়াফুল শিবিরে নাম লেখালেন। এটা তো মানুষের সাথে প্রতারণা’।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *