নিউজডেস্ক: দীর্ঘ দিন ধরে নাজেহাল ছিল গ্রামের প্রধান রাস্তাটি। বর্ষাকালে নাজেহাল হতে হতো পুঠিমারি থেকে বামনদিঘীর ১ কিলোমিটার রাস্তাটি।অবশেষে সেই রাস্তার কাজের উদ্বোধন করলেন করনদিঘীর বিধায়ক গৌতম পাল।

আজ শুক্রবার উওর দিনাজপুর জেলার করণদিঘী বিধানসভার অন্তগত করণদিঘী ১নং গ্ৰাম পঞ্চায়েতের পুঠিমারি থেকে বামনদিঘীতে ১ কিলোমিটার কাঁচা রাস্তার ঢালাই এর কাজের উদ্বোধন করলেন করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল। করণদিঘী বিধানসভার বিধায়ক গৌতম পাল বলেন, দীঘদিন থেকে পুঠিমারি থেকে বামনদিঘী ১ কিলোমিটার রাস্তার খারাপ অবস্থায় ছিল।

আজ ঢালাই রাস্তাটির কাজ উদ্বোধন করা হলো। দ্রুত রাস্তাটির তৈরি হবে। রাস্তাটি তৈরি হলে ২০ হাজার জনগনের যাতায়াতের সুবিধা হবে।রাস্তার উদ্বোধনে অনুষ্টানে উপস্থিত ছিলেন করণদিঘী ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান, করণদিঘী ব্লকের বিডিও নীতীশ তামাং, করণদিঘী থানার ভারপ্রাপ্ত আইসি ভবেন বর্মন।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *