রবিবার করনদীঘি থানার বিভিন্ন স্থানে ছট পুজার সামগ্রী বিতরন করলেন বিধায়ক গৌতম পাল।এদিন ডালখোলা পৌরসভা এলাকা, ডালখোলা গ্রামীন এলাকা, রসাখোয়া করনদীঘি,টুঙ্গিদীঘি সহ প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকাতে ছট পুজার সামগ্রী বিতরন করা হয়।করনদীঘির বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, আগামী ৭ নভেম্বর ছটমায়ের পুজা।করনদীঘি ব্লকে প্রতিবছর ছটপুজা ধুমধামের সঙ্গে আয়োজিত হয়।এদিন ছটপূন্যার্থীদের মধ্যে পুজার সামগ্রী বিতরন করা হল।তিনি,সকলকে ছটপুজার আগাম শুভেচ্ছা জানান আজ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *