দিদির বাড়ি বেড়াতে গিয়ে আশ্চর্যজনক ভাবে নিখোঁজ এক যুবক।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রামগঞ্জ ২নং অঞ্চলের নিরাপদ নগর গ্রামে। এদিন পরিবার সূত্রে খবর, সুবল মার্ডি মে মাসের ৯ তারিখ তার দিদির বাড়ি চোপড়া থানার ভুসপিটা এলাকায় বেড়াতে যায়। ১০ তারিখ সকালে বাড়ি আসার জন্য ভুসপিটা বাজারে গাড়িতে উঠে, তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করার পর শেষমেশ তারা রামগঞ্জ আউটপোস্ট পুলিশ ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ করেন। আজ নিয়ে ১৪ দিন পার হলেও ছেলের কোন খবর পাওয়া যায়নি এই নিয়ে দুশ্চিন্তায় তার মা। নিখোঁজ যুবকের নাম সুবল মার্ডি তার ডাকনাম নেপালি। বয়স (২২) বছর। উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি, গায়ের রং ফর্সা। নিখোঁজের সময় পরনে কাপড় ছিল কালো রঙের জিন্স প্যান্ট, সাদা জামা।তার বাবার নাম সুভাষ মার্ডি।

এই দিন তার মা জানান ভুসপিটাতে দিদির বাড়ি বেড়াতে গিয়ে বাড়ি আসার জন্য গাড়িতে উঠে সে।কিন্তু তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একমাত্র ছেলে সুবল মার্ডিকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তার মা। ১৪ দিন পার হলেও ছেলের কোন খবর পায়নি তার মা বাবা। ইসলামপুর ,চোপড়া, ঘোষপুকুর এছাড়াও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় বলে বাড়ির লোকের দাবি। সুবলের মা সকল কাছে আবেদন করেছেন যারা খবরটা দেখবেন তারা অবশ্যই শেয়ার করবেন এবং তার ছেলেকে কোন জায়গায় দেখলে অবশ্যই এই নম্বরে ফোন করবেন। -7586073148//7470203498 এই নাম্বারে।