স্কুল চলাকালীন সময় রায়গঞ্জের এক প্রাথমিক স্কুলে এক শিক্ষিকাকে খুনের চেষ্টা করলো দুস্কৃতিরা।এই ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ভাটোল এলাকার ভাতুন প্রাইমারি স্কুলের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। গতকাল সরস্বতী পুজার পর আজ স্কুল শুরু হতেই স্কুলের ভেতরে ঢুকে শিক্ষিকাকে এলোপাতাড়ি কোপ দুষ্কৃতীদের। আহত শিক্ষিকা সেই সময় বাথরুমে ছিলেন। সেই বাথরুমে ঢুকেই এলোপাতাড়ি ছুরি চালায় মুখ ঢাকা দুস্কৃতিরা। শিক্ষিকার চিৎকারে ছাত্র ছাত্রীদের মধ্যেও আতঙ্কের সৃষ্টি হয়। মিড ডে মিলের কর্মীরা ছুটে আসতেই দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। এদিন স্কুলের দায়িত্বপ্রাপ্ত সহকারি শিক্ষক অনিত্য বর্মন রক্তাক্ত অবস্থায় ওই শিক্ষিকাকে উদ্ধার করে প্রথমে ভাতুন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জনা গিয়েছে, জখম শিক্ষিকার নাম রত্না খাতুন(৩৫)।
এলাকার এক বাসিরা জানান, ‘‘শ্বশুরবাড়ির একটা জমির বিষয়ের জন্যই হয়তো ওই শিক্ষিকাকে স্কুলের ভেতরে ঢুকে খুন করার চেষ্টা করে দুষ্কৃতীরা’’। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান জমির বিবাদকে কেন্দ্র করে এলোপাতাড়ি কোপ ।
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর সার্কেল সম্পাদক ধ্রুব পাল গোটা ঘটনার তীব্র নিন্দা করে বলেন, এই ঘটনার নেপথ্যে কি আছে তা জানার প্রয়োজন নেই।