নিউজডেস্ক: পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে গোলাগুলি, বোমাবামি কিছুতেই কমছে। এবার পঞ্চায়েত নির্বাচনের আগে জলপাইগুড়িতে বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামীর গাড়িতে পরপর দুটি গুলি চালানোর অভিযোগ উঠলো । বুধবার রাত ১২টা নাগাদ বাহাদুর গ্রাম পঞ্চায়েত থেকে প্রচার সেরে ফেরার পথে বাপি গোস্বামীর গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা যায়।
সেসময় তাঁর গাড়িতে ছিলেন গাড়ির চালক এবং স্বপন দত্ত নামে এক মণ্ডল সভাপতি। ঘটনার পর বাপি গোস্বামী গাড়ি নিয়ে সোজা জলপাইগুড়ি থানায় চলে যান, লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পরে শহরে।
বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, প্রচার সেরে ফেরার পথে পরপর দুটি বিকট শব্দ শুনতে পাই। পেছনে তাকিয়ে দেখি একটি বাইকে হেলমেট পরা দুজন পেছনে আসছে।তারাই গাড়িতে গুলি চালায়। এরপর তিনি গাড়ি নিয়ে সোজা থানায় চলে যান।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ