গান বাজাতে আপত্তি, ঘর ও বিয়ের প্যান্ডেল জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল চোপড়ায় । শুক্রবার সকালে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়ায় চুটিয়াখোর গ্রাম পঞ্চায়েতের নুরিচক এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার এই এলাকার বাসিন্দা মোঃ হানিফের মেয়ের বিয়ে ছিল । তাই মিলাদ করার জন্য নিয়ে আসা হয়েছিল দুটি বক্স । রাতে বরযাত্রী চলে যাওয়ার পর এলাকার একদল যুবক সেই বাড়িতে গিয়ে গান বাজাতে চাইলে বাড়ির মালিক আপত্তি করেন । তারপর গভীর রাতে শোয়ার ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন বাড়ির মালিক মোহাম্মদ হানিফ । তিনি জানিয়েছেন, গান বাজানো কে কেন্দ্র করে একদল যুবকের সঙ্গে কথা কাটাকাটি হয় তারপর ঘুমিয়ে যাওয়ার পর আচমকায় ঘরে আগুন জ্বলতে থাকে । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । যদিও এ বিষয় নিয়ে চোপড়া থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । এই ঘটনায় একাধিক গবাদি পশু সহ কয়েক লক্ষ টাকার সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে । চলুন শুনে নেব কি বলছেন বাড়ির মালিক মোহাম্মদ হানিফ