নিউজডেস্কঃ পঞ্চায়েত নির্বাচনের আগে জেলা জেলায় মিড ডে মিল কর্মীদের আন্দোলন। স্থায়ীভাবে নিয়োগ, বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে পথে নেমেছে মিডডে মিলের রাধুনীরা।দাবি পূরণ না হলে কর্মবিরতির পাশাপাশি ভোট বয়কটের হুশিয়ারি ছুড়ছে চাঁচল ২ নং ব্লকের মিড ডে মিল কর্মীরা।

AITUC নেতৃত্বে আন্দোলন


আজ মালদার চাঁচল-২ নং ব্লক দপ্তরে তুমুল বিক্ষোভ দেখায় মিড ডে মিল রাধুনিরা।আন্দোলন কারী (mid day meal) মিড ডে মিল রাধুনিরা মালতীপুর স্ট্যাণ্ড থেকে মিছিল করে হাজির হন ব্লক অফিসে। এই আন্দোলনে নেতৃত্ব দেয় AITUC সংগঠনের সারা বাংলা মিডডে মিল কর্মী ইউনিয়ন।পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী।

Mid day meal রাধুনিদের অভিযোগ

পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে আগামী কয়েক মাস জোর দেওয়া হয়েছে মিডডে মিলের খাবারে।সেই খাবার ইতিমধ্যে তদারকি করছে কেন্দ্রীয় দল।রুটিন অনুযায়ী মাছ, মাংস, ডিম সবই দেওয়া হচ্ছে পড়ুয়াদের। রাধুনীদের অভিযোগ,খাবারের তালিকা লম্বা হলেও বেতন বাড়েনি তাদের। সারাদিন কাজ মাসে ১৫০০ টাকা বেতন মেলে।তাও আবার ঠিক সময়ে পাওয়া যায় না। রাধুনীদের বীমা নেই,সঠিক বেতন নেই, সুরক্ষা নেই।

বিডিওকে স্মারকলিপি প্রদান

ঘন্টা খানেক প্লাকার্ড হাতে বিক্ষোভ দেখানোর পর বিডিও র হাতে ১৩ দফা দাবি সম্মিলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনের তরফে থেকে। বিডিওদাবি পত্র গ্রহণ করে জানিয়েছেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে দাবিগুলো জানানো হবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *