নিউজডেস্ক: জাতীয় শিশু সুরক্ষা কমিশন পৌছানোর আগেই কালিয়াগঞ্জের মৃত কিশোরীর বাড়িতে পৌছালেন রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশন। কমিশনের চেয়ারপার্সশন সুদেষ্ণা রায়ের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি মৃতার মায়ের সঙ্গে দরজা বন্ধ কথা বলেন। প্রতিনিধি দলটি মৃত্যা পরিবারের সঙ্গে কথা বলার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির ভূমিকার তীব্র সমালোচনা করেন। তারা জানান, বিরোধী দলনেতা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন। কোন ধর্ষিতার কিশোরীর নাম জনসমখ্যে আনা যায়! বিরোধী দলনেতা টুইট করে কিশোরীর নাম এবং অভিযুক্তদের নাম প্রকাশ্যে আনেন বলে তারা অভিযোগ করেন। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় জানান, কালিয়াগঞ্জে ঘটনাটি খবর পেয়েই তারা পৌছে গেছেন।
সেদিন কি ঘটেছিল পুলিশী রিপোর্ট হাতে আসার পরই জানা যাবে।এছাড়াও ময়নাতদন্তের রিপোর্ট হাতে এখনো আসেনি। আশা করা হচ্ছে সন্ধ্যার মধ্যেই সেই রিপোর্ট হাতে পাবেন। তারাও মনে করেন এই ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশন তাদের পাশে থাকবে। ১১ দিন পর তারা আবার মৃতার পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন।মৃতার পরিবারের দাবি তাদের মানসিক অবস্থার কারনে ঘন ঘন একই কথা বলতে পারছেন না। কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশনের সফরকেও তারা কটাক্ষ করেছেন।সুদেষ্ণাদেবীর দাবি রাজ্য কমিশন পরিদর্শনের পর জাতীয় কমিশনের আসা ঠিক নয়। তবে তারা কাউকে আটকাতে পারেন না।
- SIR শুনানি ঘিরে উত্তেজনা চাকুলিয়া ব্লক অফিসে, ভাঙচুর–অগ্নিসংযোগের পর কড়া পুলিশি প্রহরায় ফের শুরু শুনানি

- ছাড়াছাড়ি

- সংক্রান্তি

- ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে চায়ের দোকানে দুস্কৃতিদের তাণ্ডব, মারধোর ও লুটের অভিযোগ—পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

- ভোটারদের আতঙ্ক! SIR শুনানি নোটিশের বিরুদ্ধে ফুঁসছে চাকুলিয়া—রাস্তায় নেমে রাজ্য সড়ক অবরোধ

অন্যদিকে, সাহেবঘাটায় ধুন্দুমার ঘটনার পর ডি আই জি অনুপ জয়সোয়াল এবং রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আকতার সহ পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌছান। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশী টহলদারি শুরু হয়েছে। বহিরাগতরা এলাকায় এসে নতুন করে উত্তেজনা ছড়াতে না পারে তারজন্য ড্রোনের সাহায্যে নজরদারির ব্যাবস্থা করা হয়েছে।