নিউজডেস্ক: বিশ্বচ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমসের ভারতীয় দলে শ্যুটিংএর জন্য নির্বাচিত হলেন হুগলির বৈদ্যবাটির মেয়ে মেহুলি ঘোষ (Mehuli Ghosh)। অগাস্ট মাসে বাকুতে আয়োজিত হবে এই শ্যুটিং বিশ্বচ্যাম্পিয়নশিপ। সেপ্টেম্বরে চীনে হবে এশিয়ান গেমস( Asian Games)। বর্তমানে ১০ মিটার রাইফেল ইভেন্টের জন্য জাতীয় দলে রয়েছে মেহুলি।১৪ অগাস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত বাকুতে যে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শ্যুটিং চলবে তার জন্য ২২ সদস্যের ভারতীয় দল বেছে নেওয়া হয়েছে শনিবার। এশিয়ান গেমসের জন্য বাছা হয়েছে ২১ সদস্যের দল।এই দুই দলেই রয়েছেন বঙ্গ তনয়া মেহুলি ঘোষ (Mএhuli Ghosh)।

হুগলির বৈদ্যবাটির শ্যুটার মেহুলি ঘোষ(Mehuli Ghosh) শুটিংএ একের পর এক নজির গড়ছে । এই বঙ্গকন্যা জাতীয় স্তরের টুর্নামেন্টে চলতি বছরে মে মাসের শেষে পদকের হ্যাটট্রিক করেছেন।খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের( Adamas University) হয়ে প্রতিনিধি করে তিনটি পদক জিতেছেন হুগলির মেয়ে মেহুলি। যার মধ্যে দুটি স্বর্ণপদক ও একটি ব্রোঞ্জ পদক রয়েছে।

নয়াদিল্লিতে আয়োজিত খেলো ইন্ডিয়া প্রতিযোগিতায় ১০ মিটার এয়ার রাইফেলে ব্যক্তিগত বিভাগে জোড়া সোনা জেতেন মেহুলি। নর্মদা নীতিনকে(Narmada Nitin) হারিয়ে দেন তিনি।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *