গত দুই দিন (শুক্রবার ও শনিবার) রূপাহার সারদা শিশুতীর্থ স্কুলে অনুষ্ঠিত হল প্রান্ত গনিতমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথির পদ অলংকৃত করেন বাহিন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক বিল্বনাথ পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক ড. জেরাল্ড টিটু।
বিদ্যালয়ের প্রধান আচার্য স্বরূপ গোবিন্দ রাহা জানান, গণিত মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শ্রেনীর মোট পড়ুয়ারা এই অনুষ্ঠানে অংশ গ্রহন করে।
এই অনুষ্ঠান ঘিরে পড়ুয়া ও অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।