
ইসলামপুর শহরের সরস্বতী বিদ্যামন্দির ও সরস্বতী শিশু মন্দির ইস্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন মডেল বানিয়েছে ওতা প্রদর্শন করা হচ্ছে।প্রদর্শনী দেখতে মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শুভদীপ দাস মডেল ঘুরে দেখেন ও ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলেন।
স্কুলের প্রধান শিক্ষক ক্ষুদিরাম রায় বলেন প্রত্যেক বছরই ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানের প্রতি ও গণিতের প্রতি উৎসাহ বাড়াতে এই মেলার আয়োজন করা হয় বিভিন্ন মডেল ছাত্রছাত্রীরা বানিয়ে নিয়েছে ।
যার মডেল সেরা বিবেচিত হবে তারা এখান থেকে জেলা স্তরে যাবে, জেলা স্তর থেকে রাজ্য ও তারপর ভারতবর্ষ ব্যাপী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক স্বপন ভাওয়াল বলেন প্রত্যেক বছরই গনিত বিজ্ঞানমেলা স্কুলে অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীরা নিজের হাতে বিভিন্ন মডেল তৈরি করেছে যেমন সবজি সংরক্ষণ জল সংরক্ষণ সহ বিভিন্ন প্রদর্শন করা হচ্ছে এই মেলাতে।
এতে ছাত্রছাত্রীরা যথেষ্টই উৎসাহ উদ্দীপনা বাড়ছে বিজ্ঞান ও গণিতের প্রতি।
যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয় তাদেরকে পুরস্কৃত করা হয়।