নিউজডেস্কঃ দক্ষিণ দিনাজপুুর জেলার কুশুমন্ডি ব্লকে বামফ্রন্টের পক্ষ থেকে বিডিওকে ডেপুটেশন দেওয়া হয় আজ। আজ দুপুর ৩ টা নাগাদ বামফ্রন্ট মিছিল করে কুশমন্ডি ব্লকের বিডিও অফিসে উপস্থিত হয় বাম কর্মী সমর্থকরা।

বামফ্রন্টের ডেপুটেশন

বামকর্মী সমর্থকরা আজ কুশমন্ডি ব্লকের বিডিও অমর জ্যাতি সরকার কাছে একাধিক দাবি নিয়ে গণডেপুটেশন প্রদান করার উদ্দেশ্য উপস্থিত হয়।আজ এই গণডেপুটেশন উপস্থিত ছিলেন কুশমন্ডি ব্লকের বামফ্রন্ট নেতা জয়দেব সিদ্ধান্ত,রাজ্য কমিটির সদস্য দারুল ইসলাম,গুরুপদ রায়,মৃনাল কান্তি,জ্যোতিনময় রায়,মোসলেম আলি।

ডেপুটেশনর দাবি সমূহ

আজ বামফ্রন্টের ডেপুটেশনের বিবিধ দাবি গুলি মূল দাবি গুলো হল -১) ১০০ দিনের কাজের টাকা অবিলম্বে দিতে হবে। ২) আবাস যোজনা প্রকল্পে সমস্ত আবেদন সঠিক ভাবে খতিয়ে দেখে গরিব মানুষের ঘর তালিকা তৈরি করতে হবে।৩) ১০০ দিনের কাজের পরিবর্তে ২০০ দিন কাজ চালু করতে হবে।৪) নূন্যতম মজুরি ৬০০ করতে হবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *