রবিবার মণিপুরে ইন্টারনেট পরিষেবা চালু করেছিল সরকার। যা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে বলেই সরকার জানিয়েছিল। এই ব্যাপারে এক নির্দেশিকায় মণিপুর সরকার বলেছে, ‘রাজ্যে আইন-শৃঙ্খলার উন্নতি হচ্ছে। মোবাইল ইন্টারনেট পরিষেবা না-থাকায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। এসব দেখেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।’ আর ইন্টারনেট চালু হতেই হাড় হিম করা খবর সোশ্যাল মিডিয়া উঠে এলো। সোমবার কুকিবহুল টেঙ্গনৌপলে ১৩ জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে দাবি, ‘দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তবে নিহতদের কাছ থেকে কোনও অস্ত্র পাওয়া যায়নি। পুলিশ নিহতদের পরিচয় সম্পর্কে কিছু বলেন নি। তবে এই দেহগুলি ‘পিপলস লিবেরেশন আর্মি’-র সদস্যদের হতে পারে বলে সূত্রের খবর। সম্প্রতি ওই গোষ্ঠীর বিরুদ্ধে ইউএপিএ-তে নিষেধাজ্ঞা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।