নিউজডেস্ক: মণিপুরকাণ্ডে ভিডিও দেখে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। জানাগেছে, ভিডিও দেখে গ্রেপ্তার হয় অভিযুক্তের নাম হিরাদাস (৩২)। মণিপুরের থৌবাল জেলা থেকে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও খুনের মামলা রুজু করা হয়েছে। অন্য দিকে ১২ টি তদন্তকারী দল গঠন করা হয়েছে অভিযুক্তদের গ্রেপ্তার করতে।
দুইমাস পেরিয়ে গেছে দুই মহিলাকে বিবস্ত্র অবস্থায় রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া সহ তাঁদের গণধর্ষণ করার ঘটনা। যে ঘটনায় তোলপাড় গোটা মণিপুর। গত ৪ মে ঘটনাটি কাংপোকপি জেলায় ঘটনাটি ঘটে। বুধবার রাতে সেই ঘটনা জনসমক্ষে আসে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ঘটনা।
তারপরই নড়েচড়ে বসে প্রশাসন। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব গর্জে ওঠেন। এদিন মণিপুর নিয়ে মন্তব্য করেন নরেন্দ্র মোদি। এছাড়া কড়া মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত। এরপরই ঘটনায় একজনকে গ্রেপ্তার করল মণিপুর পুলিশ।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ