বোমা ফাটাবেন বলেছিল বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার ফলে চাকরি গেল শিক্ষক দের। সেই বাতিল চাকুরীরত শিক্ষক দের পাশে দাঁড়ালেন মমতা বন্দোপাধ্যায় । আদালতের রায়কে চ্যালেঞ্জ ছুড়ে বলেন বেয়াইনী রায় এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলেন মমতা বন্দোপাধ্যায়। শেষ পর্যন্ত পাশে থাকবো। শেষ পর্যন্ত লড়াই করবো বললেন তিনি।এছেড়া বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন।
১০টা সিটও পাবেনা বিজেপি। কংগ্রেস সিপিএম সম্মন্ধে বলেন কেরালায় লড়াই হচ্ছে কংগ্রেস সিপিএমের আর বাংলায় পাশাপাশি জোট করছে।বিজেপি হটাতে দিল্লিতে তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটকে সাপোর্ট করবে। কিন্তু বাংলাতে নয়। বাংলায় তৃণমূল কংগ্রেস একাই একশো।বাংলাতে আমরা জোট করব না।এদিন চাকুলিয়ার সভায় কংগ্রেসের তিন ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফলতঃ ভোটের আগে কংগ্রেসের ভাঙ্গনে অনেকটাই লাভবান হবে।