নিউজডেস্ক: আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তারপরেই বাপের বাড়ি আসবেন উমা। ঘরের মেয়েকে নিয়ে আনন্দে মেতে উঠবেন সবাই। শারদোৎসব তো শুধু দেবীর আরাধনা নয়, এ যেন সাধারণ বাঙালি ঘরের মেয়ের বাপের বাড়ি ফেরা। তাই শারদোৎসবকে ঘিরে আলাদা উন্মাদনা দেখা যায় সর্বত্রই। দেবী বরণে কোনও ফাঁকই রাখতে চাইছে না পুজো কমিটিগুলি।

সদর চোপড়ায় তৈরি করা হচ্ছে তুষার তীর্থ অমরনাথ। এই বছর ৫০ তম বর্ষে পদার্পণ করল রয়েল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় চোপড়া থানাপাড়া সর্বজনীন দূর্গা পূজা কমিটি। পুজোর প্রস্তুতি তুঙ্গে। দুর্গম অমরনাথের আদলে তৈরি হয়েছে মণ্ডপ যা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে চোপড়াবাসী । বিভিন্ন কারণে যাদের এখনও অমরনাথ দর্শনে যাওয়া হয়ে ওঠেনি। তারা দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিতে পারেন।

তীর্থ করতে এ বার আর অমরনাথ অবধি যাত্রার দরকার পড়বে না। সদর চোপড়ায় দেখতে পাবেন অমরনাথের গুহা। শ্রীনগর থেকে ১৪১ কিলোমিটার দূরে, ১২ হাজার ৭৫৬ ফুট উচ্চতায় অবস্থিত সেই গুহার আদলেই এ বার তাদের মণ্ডপ। অমরনাথ গুহা একটি হিন্দু তীর্থক্ষেত্র যা ভারতের জম্মু ও কাশ্মীরে অবস্থিত। এটি একটি শৈব তীর্থ।গুহাটি পাহাড় ঘেরা আর এই পাহাড় গুলো সাদা তুষারে আবৃত থাকে বছরের অনেক মাস ধরে।

রয়েল স্পোর্টিং ক্লাবের পরিচালনায় চোপড়া থানাপাড়া সর্বজনীন দূর্গা পূজা কমিটির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে এবারের বিশেষ থিম অমরনাথ ধাম ।এখানে চতুর্থীতেই পূজো শুরু।থাকছে আলোকসজ্জা।চোপড়া থানার সামনের মাঠে অমরনাথ মন্দিরের আদলে জোরকদমে মন্ডপ তৈরির কাজ চলছে।সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের পাশাপাশি উৎসবের দিনগুলিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।ক্লাবের সদস্য রা জানান, ৫০ বছর পূর্তিতে এবার বছরের শুরু থেকেই একের পর এক কর্মসূচি চলছে। প্রায় ২৮ লক্ষ টাকা বাজেট রয়েছে । দর্শনার্থীরা চোপড়ায় বসে জম্মু-কাশ্মীরের অমরনাথ ধাম অবিকল পুজো মন্ডপ দেখতে পাবেন ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *