চোপড়ার নারায়ণপুর এলাকায় একটি বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ ঘিরে সিমেন্টের মান নিয়ে প্রশ্ন উঠেছে। জানা গেছে, গত বৃহস্পতিবার ফয়জুল হক নামে এক ব্যক্তি প্রায় ১৫০০ বর্গফুট বাড়ির ছাদ ঢালাই করান। কিন্তু আশ্চর্যের বিষয়, ঢালাইয়ের ৬ দিন পরেও ছাদের প্রায় অর্ধেক অংশ, বিশেষ করে ধারের দিকগুলো, শক্ত হয়নি । মঙ্গলবার কোম্পানির একজন ইঞ্জিনিয়ার ঘটনাস্থলে আসেন, কিন্তু তিনি কোনো নির্দিষ্ট সমাধান না দিয়েই চলে যান। এরপর ফয়জুল হক যখন ডিলারের কাছে লিখিতভাবে সমস্যার সমাধানের প্রতিশ্রুতি চান, তখন তারা তা দিতে অস্বীকার করেন। পরে চোপড়া থানার পুলিস ঘটনাস্থলে এলেও কোনো সুরাহা হয়নি। এদিকে, সিমেন্ট কোম্পানির ইঞ্জিনিয়ারের মতে, ছাদ ঢালাইয়ের কিউরিং সঠিকভাবে হয়নি এবং বালি উপরে উঠে এসেছে। বর্তমানে, সমস্যার সমাধানের জন্য সিমেন্টের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।