আরজিকর কান্ডে এবারে প্রতিবাদে সামিল করনদীঘি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর এক প্রতিবাদ মিছিলে পা মেলায় বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা।প্রতিবাদকারী পড়ুয়াদের হাতে ছিল আরজিকরে মহিলা চিকিৎসককে খুনের প্রতিবাদে লেখা পোষ্টার।প্রতিবাদ মিছিলটি করনদীঘি বাসস্ট্যান্ড হয়ে পুনরায় করনদীঘি উচ্চমাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে সমাপ্ত হয়।প্রতিবাদী ছাত্র ছাত্রীরা জানিয়েছে,আরজিকরে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষন করে খুনের ঘটনাতে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে।এই ন্যাক্কারজনক ঘটনাতে মেয়েদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। মেয়েরা রাত্রিতে শুধুনয়,দিনের বেলাতেও বাইরে বেরোতে ভয় পাচ্ছে।অবিলম্বে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।