একশো কুড়ি মাইক্রোনের নিচে প্লাস্টিক ব্যাগ রাখা যাবে না রাখলে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে, বললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট।ইসলামপুর(Islampur) পৌরসভার পক্ষ থেকে আজ শহরের চৌরঙ্গী মোড় বাজার(local market) চত্বর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। যেসব দোকানদার একশ কুড়ি মাইক্রোনের নিচে প্লাস্টিকের ক্যারিয়ার ব্যাগ রাখছেন তাদের ফাইন করা হয়। অন্যদিকে সেই ক্যারিব্যাগ ব্যবহার করার জন্যে কাস্টমারদেরও ফাইন করা হয়।ডেপুটি ম্যাজিস্ট্রেট অমল কান্তি তলাপাত্র বলেন, একশো কুড়ি মাইক্রোনের নিচে ক্যারিব্যাগ ব্যবহার করতে মানা করা হয়েছে এর আগেও।আজ পৌরসভার পক্ষ থেকে বাজারে(local market) অভিযান করে সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের। যদি এরপরও নির্দেশ মানা না হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও গ্রহণ করা হবে ।
তিনি আরো বলেন, তবে বহু ব্যবসায়ী সঠিক যে মাপের প্লাস্টিক ক্যারিয়ার ব্যবহার করছেন। আমাদের মাথায় রাখতে হবে পরিবেশটা সকলের। পরিবেশ সুস্থ রাখতে সকলকে একসাথে কাজ করতে হবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *