স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ঘোষণা ও ৫ হাজার টাকা জরিমানা ঘোষনা করল ইসলামপুর মহকুমা আদালতের ফাস্টট্র্যাক কোর্ট ওয়ানের বিচারক পিনাকী মিত্র। শুক্রবার এই সাজা ঘোষণা করেন তিনি।
উল্লেখ্য ২০১৭ সালের অক্টোবর মাসে ১৩ তারিখে চোপড়ার বন্ধন লাইন এলাকার বাসিন্দা মাইকেল ওঁরা তার নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। সেই ঘটনায় ১৪ তারিখে নিহতের ভাই চোপড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সেই দিনেই অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে চোপড়া থানার পুলিশ। এই ঘটনায় চোপড়া থানার আই ও বাসুদেব সাধুখাঁ ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করেন। এরপর অভিযুক্তের কাস্টটেডি ট্রায়াল শুরু হয়। প্রায় ৭ বছর ২ মাসের মধ্যে অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করে ইসলামপুর মহকুমা আদালতের ফাস্টট্র্যাক কোর্ট ওয়ানের বিচারক পিনাকী মিত্র বলে জানিয়েছেন সরকারি আইনজীবী মুক্তার আহমেদ।