রায়গঞ্জ উপনির্বাচনে মনোনয়ন পেশ করলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেনগুপ্ত।আজ বুধবার রায়গঞ্জ বিধান সভার উপনির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেন গুপ্ত। তিনি ২০১১ থেকে টানা রায়গঞ্জের বিধায়কের পদ সামলেছেন।ধীরে ধীরে কংগ্রেস থেকে তার অনুগামীরা তৃনমূল ও বিজেপি তে চলে যাওয়ার ফলে দল কিছুটা দূর্বল হয়ে পড়ে। শাসক দল থেকে উচ্চ পর্যায়ের প্রস্তাব আসলেও জীবনের শেষ দিন পর্যন্ত তিনি কংগ্রেস করে যাবেন বলে সমস্ত প্রস্তাব প্রত্যাক্ষান করেন।আগামী ১০ ই জুলাই রায়গঞ্জ বিধানসভায় উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।এই আসনে বিজেপি প্রতিকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। ২০২৪ লোকসভা নির্বাচনে রায়গঞ্জ আসনে দল তাকে প্রার্থী করায় বিধায়ক পদে কৃষ্ণ বাবুকে ইস্তফা দিতে হয়।যার যেরে আগামী ১০ জুলাই উপনির্বাচন হতে চলেছেন।এদিন মোহিত সেনগুপ্ত শহর পরিক্রমা করে কর্ণজোরা মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা করলেন।এবারের উপনির্বাচনে রায়গঞ্জ আসনে একদিকে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী তো অন্যদিকে বিজেপির প্রার্থী মানস ঘোষ এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোহিত সেন গুপ্ত। জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী মোহিত বাবু।বাস্তবিক পক্ষে এই উপনির্বাচনে যে ত্রিমুখি লড়াই হতে চলেছে কার্যত তা স্পষ্ট।