শুক্রবার ইসলামপুর থানায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো মহিলা পুলিশ ব্যারাক। ফিতা কেটে ব্যারাকের উদ্বোধন করেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জে বি থমাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই মহিলা পুলিশ ব্যারাক চালু হওয়ায় মহিলা পুলিশ কর্মীদের থাকার পরিকাঠামো আরও উন্নত হবে। পাশাপাশি তাঁদের কাজের পরিবেশও আরও সুরক্ষিত ও সুবিধাজনক হবে। উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ আধিকারিকরা এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন।