নিউজডেস্ক: ইসলামপুর তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটি ভেঙে দিয়ে ব্লক সভাপতি জাকির হোসেনকে ছয়মাসের জন্য সাসপেন্ড করলেই করিম চৌধুরীর বিদ্রোহী তকমা ঝেরে ফেলতে পারবে। রবিবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের এই দাবি করলেন ইসলামপুরের বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরীর সাথে সাক্ষাৎ এর পর। প্রসঙ্গত, সম্পুতি আগডিমটি খুন্তি অঞ্চলে এক সিভিক ভলেন্টিয়ারকে গুলি করে খুনের ঘটনায় মুল অভিযুক্ত ছিলেন ব্লক সভাপতি জাকির হোসেন। তার বিরুদ্ধে লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা গ্রহন করছে না।
দলের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেও ফল হয় নি। দলের প্রতি ক্ষোভ, অভিমানে নিজেকে বিদ্রোহী বিধায়ক হিসেবে ঘোষনা করেন করিম চৌধুরী। যার ফলে দলের জনজোয়ার কর্মসূচীতে অংশ নেন নি করিম চোধুরী।ইসলামপুর সভার পর দূর্গাপুরে অভিষেক ব্যানার্জীর সাংগঠনিক বৈঠকে অংশ নেন তিনি।যা অভিষেক ব্যানার্জীর নজরে আসে। এরপরেই দ্রুত সমস্যা মেটানোর জন্য জেলা সভাপতি নির্দেশ দেন অভিষেক ।সেই নির্দেশের পর রবিবার রাতে জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল করিম চৌধুরীর বাড়িতে যান। বিধায়ক তাকে ফুলের স্তবক দিয়ে বরণ করেন। এছাড়াও জেলা সভাপতিকে মিষ্টি মুখ করান। সাক্ষাৎ কার শেষে কানাইয়ালাল আগরওয়াল বলেন,কথা বলে মনে হয়নি কোনো মান অভিমান আছে। আলোচনার রিপোর্ট দলের রাজ্য কমিটির কাছে পাঠাবো।তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ