নিউজডেস্ক: এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার হাতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের চিতলঘাটা এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম একরামুল হক (৩৫)। জানা গিয়েছে বেশ কিছু দিন ধরে বালি খাদানে নিয়ে সমস্যা চলছিল। মৃতের স্ত্রীর দাবি বেশ কিছুদিন ধরে বালি খাদান নিয়ে মিটিং করত একরামুল হক নামে ওই ব্যক্তি। সোমবার রাতেও মিটিংয়ে গিয়েছিল। আজ সকালে বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় মৃত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের স্ত্রীর অভিযোগ তার স্বামীকে বেশ কিছুদিন ধরে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। মঙ্গলবার সকালে একরামুল হকের মৃতদেহ বাড়ির বারান্দা থেকে উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ