মণিপুর বহুদিন থেকে অস্থির। হিংসার আগুনে জ্বলছে মনিপুর। সে রাজ্যের পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে বারবার বিরোধীদের প্রশ্নের মুখে পড়েছে কেন্দ্রীয় সরকার। প্রশ্নের মুখে দাঁড়িয়েছে প্রধানমন্ত্রীর ভূমিকা। এবার সেই ইস্যুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে । তিনি বলেন , প্রধানমন্ত্রী ৪২টি দেশের সফরে গেলেও মণিপুরে যাবার সময় পাননি।

শনিবার কর্ণাটকে এক অনুষ্ঠানে যোগ দিয়ে মল্লিকার্জুন খাড়গে বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সুর চড়ান । মণিপুরের অশান্তি প্রসঙ্গে মোদিকে নিশানা করে তিনি বলেন, ‘উত্তর-পূর্ব ভারতের রাজ্য মণিপুর এক বছরেরও বেশি সময় ধরে জাতিগত হিংসার আগুনে জ্বলছে। তাতে কেন্দ্রের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছি আমরা। প্রধানমন্ত্রী এই অল্প সময়ে ৪২টি দেশে ঘুরে এলেন কিন্তু একবার মণিপুরে গিয়ে সেখানকার জনগণের সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ বলে মনে করেননি ।’

তিনি এদিন আরো বলেন, বিজেপি এবং আরএসএস সংবিধান পরিবর্তনের চেষ্টা করছে। কিন্তু আপনারা যতই চেষ্টা করুন না কেন, এই দেশের মানুষ আপনাকে সংবিধান পরিবর্তন করতে দেবে না। তিনি জনসাধারণকে বলেন, আপনারা যদি সংবিধান পরিবর্তন করতে দেন, তাহলে আপনাদেরও আর কোনও অধিকার থাকবে না।’

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *