নিউজডেস্ক: নেতাদের উপস্থিত বুদ্ধির অভাবে দাড়িভিট হাইস্কুলের প্রাক্তন দুই ছাত্রের অকাল মৃত্যু হয়েছে। এন আই এ তদন্ত হলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে। শুক্রবার দাড়িভিটে গুলি বিদ্ধ হয়ে দুই ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এন আই এ তদন্ত প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী।করিম চৌধিরী তাদের বিরুদ্ধে যাই অভিযোগ করুক সেব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হনঅনি রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী।

করিম চৌধুরীর মতে

ইসলামপুর বিধানসভা কেন্দ্রে ১১ বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী।২০১৬ বিধানসভা নির্বাচন করিম চৌধুরী কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের কাছে পরাজিত হয়েছিলেন। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে কানাইয়ালাল আগরওয়াল কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসে যোগ দেবার পর কানাইয়ালাল আগরওয়ালকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিল। লোকসভা প্রার্থী হবার কানাইয়ালাল আগরওয়াল বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এই সামান্য কয়েকটা বছর তিনি ইসলামপুরের বিধায়ক ছিলেন না। সেই সময়েই ঘটে গিয়েছিল দাড়িভিট হাইস্কুলে আন্দোলনরত দুই ছাত্রের গুলিবিদ্ধ হয়ে রহস্যজনক মৃত্যু।শুক্রবার নাম না করে তৃণমূল কংগ্রেসের নেতাদের সমালোচনা করলেন বিধায়ক করিম চৌধুরী।

তৃনমূল নেতাদের উপস্থিত বুদ্ধির অভাবে দু-দুটো প্রান হারাতে হয়েছিল

করিম বাবুর দাবি, নেতাদের উপস্থিত বুদ্ধির অভাবে দু-দুটো প্রান হারাতে  হয়েছিল।তিনি বিধায়ক থাকলে হয়ত এমন ঘটনা ঘটত না। ঘটনার পর এলাকায় শুভেন্দু অধিকারি সহ বড় বড় নেতারা এলেও তারা কেউ পুত্র হারানো মায়ের সঙ্গে দেখা করেন নি।দলের নেতাদের প্রতি বিরূপ মনোভাব তৈরী করার জন্য শুভেন্দুবাবু পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়েছিলেন।সরকার সি আই ডি তদন্ত দিলেন মৃতের পরিবার সেই তদন্তে রাজী হননি। হাইকোর্ট এন আই এ র হাতে তদন্তভার তুলে দিয়েছে। তারাই প্রকৃত ঘটনা সামনে আনবে বলেন বিধায়ক করিম চৌধুরী।বিধায়ক করিম চৌধুরী তৃণমূল কংগ্রেসের নেতাদের বুদ্ধির অভাব বললেও সে ব্যাপারে মন্তব্য করতে রাজী হন নি রাজ্যের মন্ত্রী তথা গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানী।

ক্ষতিপূরন সহ চাকরির প্রতিশ্রুতি দিলেও দুই পরিবার তা গ্রহন করেনি

গোলাম রব্বানী জানান, তিনি এবং তৎকালীন ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়ালকে নিয়ে এলাকায় গিয়ে স্বজন হারানো পরিবারের সঙ্গে দেখা করেছিলেন৷ তাদের ক্ষতিপূরন সহ চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তাদের প্রস্তাব তারা মেনে নেয় নি। তবে হারা এম এল এ ওই এলাকায় যান নি বলে নাম না করেই করিম চৌধুরী খোঁচা দিয়েছেন মন্ত্রী গোলাম রব্বানী।আদালতের নির্দেশকে তারা মেনে চলেন। সি আই ডি এই মামলায় আদালতে চার্জশীট দাখিল করেছে। এন আই এ তদন্ত নিয়ে তাদের কিছু বলার নেই বলেন রব্বানী।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *