নিউজডেস্ক :
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন ট্রাক্টরের চালক ও শ্রমিকরা। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ব্লকের কানকি রেলস্টেশনে প্ল্যাটফর্ম নির্মাণকাজ চলাকালীন আগরতলা থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল একটি ট্রাক্টর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকাল প্রায় ন’টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। দীর্ঘদিন ধরেই কানকি রেলস্টেশনের প্ল্যাটফর্মের কাজ চলছে। সেই কাজের জন্য গত কয়েকদিন ধরে ট্রাক্টরের মাধ্যমে মাটি ভরাট করা হচ্ছিল। এদিন কাজ চলাকালীন একটি ট্রাক্টর পাথরের মধ্যে আটকে পড়ে। বহুক্ষণ চেষ্টা করেও সেটিকে বের করা সম্ভব হয়নি।
ঠিক সেই সময় দ্রুতগতিতে শিয়ালদার দিকে যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। লাইনের ধারে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরটিকে ধাক্কা মারলে সেটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার ঠিক আগেই ট্রাক্টরের চালক নেমে পড়ায় এবং শ্রমিকরা নিরাপদ দূরত্বে থাকায় কেউ হতাহত হননি।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে এই বিষয়ে রেল দপ্তরের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। দুর্ঘটনার পরও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।