নিউজডেস্ক: মারুয়ার থেকে ইসলামপুরে ব্যবসা করতে এসে আব্দুল করিম চৌধুরী হাত ধরে আর রাজনীতিতে আসে কানাইয়া লাল আগারওয়াল। আজ তিনি আব্দুল করিম চৌধুরীকেই অস্বীকার করেন ।যে সন্তান তার পিতাকে অস্বীকার করে সে কারোই হতে পারে না ।সে এলাকার কোন কাজটা করবে? -রাজনৈতিক ব্যবসায়ী হলেন আগরওয়াল ।
এক সময় তিনি কংগ্রেস করতেন ।জাবেদ আখতারের হাত ধরে কংগ্রেস থেকে তৃণমূলে আসেন। এখন তিনি পুরনো কর্মীদের ভুলে যাচ্ছেন। এমন ভাবে আগরওয়াল এর ভূমিকা কে কটাক্ষ করেন কংগ্রেস নেতা আলী ইমরান রামজ। মঙ্গলবার ইসলামপুরের গুনজুরিয়ায় এক সভা করতে এসেছিলেন আলী ইমরান। তিনি এদিন জেলা পরিষদ প্রার্থী ফারহাদ বানর হয়ে প্রচার করেন এবং কনাইয়ার তীব্র সমালোচনা করেন। এদিনের সভায় কংগ্রেসের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন জাবেদ আখতার ও ব্লক সভাপতি সাদিকুল ইসলাম।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।