নিউজডেস্ক: রায়গঞ্জ বিধানমঞ্চে প্রকাশিত হল কমলেশ গোস্বামী ও সুনন্দা গোস্বামীর যুগ্ম গ্রন্থ ‘আমরা দুজনে’। প্রকাশ করলেন উত্তরবঙ্গের বটবৃক্ষ অধ্যাপক আনন্দগোপাল ঘোষ। আনন্দ বাবুর মতে গ্রন্থটি বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য সংযোজন। লেখক দম্পতির একমলাটে গ্রন্থ বাংলা সাহিত্যের নির্জন স্রোতে এক অচেনা দ্বীপ। গ্রন্থ প্রকাশ ছাড়াও উত্তরের উনিশ জন মানুষকে চৈতন্য সাহিত্য সম্মান ১৪৩০ জানানো হয়। উত্তরের সমাজ-সাহিত্য-সংস্কৃতি-রাজনীতির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মান প্রদান বলে জানিয়েছেন সম্পাদক সুনন্দা গোস্বামী।
প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, মহকুমা শাসক কিংশুক মাইতি, সন্দীপ বিশ্বাস, তপন রায়, দীপকচন্দ্র বর্মন, তরণীসেন মহন্ত, সুব্রত সরকার, জয়ন্ত ভট্টাচার্য্য, গোরা সরকারসহ বিশিষ্টজনকে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল কবিতাপাঠ অনুষ্ঠান। জেলার বিশিষ্ট কবিরা কবিতাপাঠে অংশগ্রহণ করেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শর্মিষ্ঠা ঘোষ, পাপিয়া চক্রবর্তী ও পুরুষোত্তম সিংহ।
- দুঃসাহসিক চুরি! ইসলামপুর কলেজ মোড়ে পরপর দুটি দোকান ফাঁকা, আতঙ্কে এলাকা
- ১৩৭ বছরে পা দিল চোপড়ার ঐতিহ্যবাহী অষ্টমী দুর্গাপূজা, শুরু জোহরা মেলা
- দুষ্কৃতীদের দৌরাত্ম্যে আতঙ্ক ইসলামপুরে, মহিলাদের সুরক্ষায় সরব পঞ্চায়েত প্রধান অসীমা পাল
- ভাসছে নর্দমা, দূষিত জলে ছড়াচ্ছে কলেরা, হু হু করে ভরছে হাসপাতাল — দিল্লিতে বাড়ছে আতঙ্ক
- উত্তর দিনাজপুরে ৪ দিন ধরে নিখোঁজ মোহাম্মদ রফিক, উদ্বিগ্ন পরিবার — তথ্য পেলে যোগাযোগের অনুরোধ