নিউজডেস্ক: বর্তমান সময়ে খবরের শিরোনামে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রত্যেকটি রায়।কখনো ওনার কলমের এক খোঁচায় চাকরি চলে যায় ৩৬০০০ শিক্ষক শিক্ষিকার ঠিক তেমনি ওনার রায়েই চাকরি ফিরে পেলো ৭১ জন প্রাথমিক শিক্ষক।আগামী ২ মাসের মধ্যেই তাদের নিয়োগ করার নির্দেশ দিয়েছে বিচারক।
একদশকের বেশি সময় থেকে চলা আইনি লড়াইয়ের রায়দনে এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলেন, এই প্রার্থীদের সঙ্গে অন্যায় করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাই দু-মাসের মধ্যে এদের চাকরিতে নিয়োগ করতে হবে। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, ২০০৯ সালে বাম আমলে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় হাওড়া জেলায়। ২০১০ সালের ২২ এপ্রিল এপ্রিল বিজ্ঞপ্তি জারি হয়। কিন্তু, ক্ষমতায় আসার পর ২০১২-তে ওই প্রক্রিয়া বাতিল করে তৃণমূল শাসিত রাজ্য সরকার।
সেই নিয়োগ পক্রিয়াকে বেআইনি বলে ঘোষণা করে রাজ্য। সেই সময় শূন্যপদ ছিল আনুমানিক প্রায় ১২০০। পরবর্তীতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে ফের পরীক্ষা হয়। ২০১৪ সালে হয় লিখিত পরীক্ষা। অ্যাপটিটিউড টেস্টও হয়। এই প্রার্থীরা সকলে তাতে অংশ নেন। সকলে পাশও করেন। কিন্তু চাকরি পাননি বহু যোগ্য প্রার্থী।
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।