নিউজডেস্কঃ OMR ইস্যুতে ফের আদালতের প্রশ্নের মুখে CBI। গ্রুপ ডি নিয়োগ মামলায় অযোগ্য প্রার্থীদের বিরুদ্ধে কেনো CBI এখনো কোনো পদক্ষেপ নেয়নি জানতে চাইলেন জাস্টিস বসু।

CBI কে নির্দেশ

জাস্টিস গাঙ্গুলি নিয়োগ দুর্নীতি মামলায় যে রায় দিয়েছিলেন তাতে সারা দিয়ে সকল অযোগ্য প্রার্থীরা এখনো ইস্তফা দেয়নি। তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিলেন বিশ্বজিৎ বসু। এদের আইনি নোটিশ পাঠান। সকলেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবে।

মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবির বক্তব্য

অন্য দিকে জাস্টিস বসুর প্রশ্নের মুখে পর্ষদের আইনজীবি বলেন,যে OMR গুলো বিকৃত করা হয়েছিল তাদের মধ্যে ১৬৯৮ জনকে বেআইনি ভাবে নিয়োগ দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। ১৬৯৪ জনের কাছে সেই নিয়োগপত্র পৌঁছে ছিল।

CBI আইনজীবী যা জানালেন

CBI আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান,বিচারপতি গাঙ্গুলির নির্দেশের পর অনেকেই ইস্তফা দিয়েছেন।এখনও যারা ইস্তফা দেয়নি তাদের বিরুদ্ধে যা করতে হবে আমরা করবো।

জাস্টিস বসু যা বলেছেন অযোগ্য প্রার্থীদের

যে ১৬৯৮ জন অযোগ্য প্রার্থী অবৈধ নিয়োগ পেয়েছিল তারা সকলেই নিজেদের নির্দোষ নির্দোষ প্রমান করতে না পারলে টাকাও যাবে, জেলেও যাবে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *