জেপি নাড্ডা কে বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত জয় বন্দোপাধ্যায়। তাঁর সক্রিয়তায় কার্যত হতবাক বিজেপির নেতাকর্মীরা। গত শনিবার জগৎপ্রকাশ নাড্ডাকে দমদম বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার-সহ বিজেপি নেতারা। ছিলেন বঙ্গ বিজেপির প্রাক্তন সহ সভাপতি প্রতাপ বন্দ্য়োপাধ্যায়ও। আর সেখানেই চমকে দেওয়া উপস্থিতি ছিল জয় বন্দোপাধ্যায়ের। বিজেপির অন্দরেই জল্পনা শুরু হয়, তলে তলে ফুল বদল করেও কেন আবার এখানে হাজিরা?

জোর জল্পনা

তবে কি ভোটের আগে আবারও বিজেপির সঙ্গে সখ্যতা বাড়াতে চাইছেন তিনি? শুরু হয় জল্পনা। প্রসঙ্গত, গত বছরের শুরুর দিকে জয় দাবি করেছিলেন, বিজেপি ছাড়ছেন তিনি এবং তা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন। বিজেপির বিরুদ্ধে সে সময় অভিমান উগরে দিয়ে তিনি বলেছিলেন, অসুস্থ হয়ে তিনি আইসিইউয়ে ভর্তি থাকলেও দলের কেউ তাঁর খোঁজ নেয়নি। এরপরই তৃণমূলে যোগ দিতে চেয়ে আবেদন জানান বলে দাবি করেছিলেন।

তালিকায় কে জুড়লো তাঁর নাম?

দলের কর্মীদের মনে প্রশ্ন, কেন তিনি নাড্ডাকে স্বাগত জানাতে এলেন? কারা তাঁর নাম পাঠাল? বিজেপির দলীয় প্রোটোকল অনুযায়ী, এই ধরনের নেতৃত্ব এলে তাঁকে স্বাগত জানাতে কে বা কারা হাজির থাকবেন তা দল ঠিক করে দেয়। সেই মতো নামের তালিকা পাঠানো হয় বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সিআরপিএফের কাছে। প্রশ্ন উঠছে, বিজেপির অফিস থেকেই কি জয় বন্দ্পাধ্যায়ের নাম পাঠানো হয়েছে? যদিও এ নিয়ে বিজেপি নেতৃত্ব কোনও উত্তর নেই।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *