নিউজডেস্ক: বিহারে বেআইনি অস্ত্র তৈরি কারখানায় পশ্চিবঙ্গের বিভিন্ন জেলায় আগ্নেয়াস্ত্র সরবরাহের জন্য অস্ত্র তৈরির কাজ চলছিল । গোপন সূত্রে খবর পেয়ে বিহার পুলিশকে সঙ্গে নিয়ে সেই কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ। জানা গিয়েছে, মঙ্গলবার বিহারের পূর্ণিয়ার কুকরেন গ্রামে কলকাতা এসটিএফ, বিহার এসটিএফ ও পূর্ণিয়া পুলিশ যৌথভাবে অভিযান চালায়।
এদিন কলকাতা এসটিএফের মাধ্যমে বিহার এসটিএফ প্রথমে মিনিগান ফ্যাক্টরির খোঁজ পায়। এরপর পূর্ণিয়া পুলিশের সাহায্যে সেখানে হানা দিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নির্মাণের সামগ্রীর হদিস মেলে।

অভিযানে ২০টি অর্ধনির্মিত দেশি পিস্তল, ১৯টি পিস্তলের ব্যারেল, ২০টি পিস্তলের স্লাইডার, ড্রিল মেশিন, একটি দেশি পিস্তল সহ প্রচুর আগ্নেয়াস্ত্র তৈরির সামগ্রী বাজেয়াপ্ত হয়। জানা গিয়েছে, কুকরেন গ্রামে এক দুষ্কৃতীর বাড়িতে বহুদিন ধরে আগ্নেয়াস্ত্র নির্মাণ ও কেনাবেচা চলছিল। এই কারখানা থেকে উত্তরবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগ্নেয়াস্ত্র সরবরাহ করা হত বলে প্রেস বিবৃতিতে দাবি করেছে বিহার পুলিশ। এদিনের অভিযানের সময় অনেক দুষ্কৃতী পালিয়ে যায়। তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *