ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকায় কালী মন্দিরে লক্ষাধিক টাকার সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দিলো দুষ্কৃতীরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এর আগেও একাধিক মন্দিরের চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।
জানা গিয়েছে ইসলামপুর শহরের বাজার সংলগ্ন এলাকায় জোড়া হাত কালী মন্দির। গভীর রাতে বৃষ্টির সুযোগ বুঝে দুষ্কৃতীরা মন্দিরের গেটের পাঁচটি তালা ভেঙে লক্ষাধিক টাকার সোনার গহনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে ঘটনাটি সামনে আসতেই এলাকার মানুষ মন্দির ভির জমাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।