দীর্ঘদিনের দাবি পূরণ হলো ইসলামপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকার বাসিন্দাদের। স্বাধীনতার পর থেকে ওই এলাকার একটি রাস্তা পাকা করার দাবি জানিয়ে আসছিলেন তারা। কিন্তু এত বছরেও তাদের সেই দাবি পূরণ হয়নি। বুধবার ওই ওয়ার্ডের কাউন্সিলার অসিত সেনের প্রচেষ্টায় সেই রাস্তা পাকা করার কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারা। এদিন ফিতে কেটে সেই রাস্তার কাজের উদ্বোধন করেন পুরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। পাশাপাশি উপস্থিত ছিলেন পুরসভার এক্সিকিউটিভ অফিসার কমল কান্তি তলাপত্র সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা। শান্তিনগর রেল গেট সংলগ্ন এলাকা থেকে দক্ষিণ পাড়া পর্যন্ত মোট ৯০০ মিটার রাস্তা কাঁচা ছিল। প্রথম পর্যায়ে ১৯ লক্ষ টাকা ব্যয়ে এদিন ৪৫০ মিটার রাস্তা পাকা করার কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হওয়ার পর পরবর্তীতে বাকি রাস্তা পাকা করার কাজও শুরু হবে বলে জানিয়েছেন ওই ওয়ার্ডের কাউন্সিলার অসিত সেন।