নিউজডেস্ক : গতকাল সকাল থেকে শুরু হয়েছে বিধায়কের বাড়ি, প্রতিষ্ঠানে তল্লাশি অভিযান। ২৪ ঘণ্টা পার হয়েছে বিধায়ক কৃষ্ণ কল্যাণীর বাণিজ্যিক প্রতিষ্ঠান ও অফিসে তল্লাশি অভিযান। আয়কর দপ্তরের ১৫ জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে চালাচ্ছে তল্লাশি। গতকাল থেকেই বিধায়কের বাড়ির সামনে উপস্থিত হচ্ছে শহরের মানুষ।ভীড় রয়েছে ওনার সমর্থকদের।
আয়কর দপ্তরের আধিকারিকরা বৃহস্পতিবার ভোর ৪টা নাগাদ বিধায়ক কৃষ্ণ কল্যানী ও তাঁর স্ত্রীকে গাড়িতে করে বাড়ি থেকে নিয়ে যান বিধায়কের বাণিজ্যিক প্রতিষ্ঠানে। বানিজ্য প্রতিষ্ঠানে যাবার সময় গাড়িতে বসে তিনি সাংবাদিকদের বলেন, ‘কোনও অন্যায় আমি করিনি। কোনও দুর্নীতিও করিনি। সত্যের সঙ্গে আছি, সত্য কাজ করেছি। জনগণের সাথে আছি। ভালো কাজ করেছি। মানুষ বুঝে নিয়েছে আমার বাড়িতে কোনও দুর্নীতি নেই।’ তিনি আরও বলেন, ‘আয়কর দপ্তরের আধিকারিকদের সহযোগিতা করছি। ওনারা সহযোগিতা করছেন। ভালো আছি। প্রসিডিওর মেনে ওনারা কাজ করছেন। ‘রায়গঞ্জের বিধায়ক মানুষের জন্য কাজ করেছে, প্রমাণ হয়ে যাবে।’
- ভ্রমণে ভিয়েতনাম
- সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে প্রয়াত CPIM নেত্রী সুরভী মুন্ডার স্মৃতিতে স্বাস্থ্য পরীক্ষা শিবির ইসলামপুরে
- স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড
- পথ দুর্ঘটনার গুরুতর আহত বাইক চালক
- টি বোর্ডের নির্দেশিকা অমান্য করে চোপড়ায় চলছিল চা পাতা তোলার কাজ, অভিযোগ ক্ষুদ্র চা চাষীদের।