নিউজডেস্ক: তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের কামারগছ এলাকা। এদিন ছুরির আঘাতে জখম হয়েছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্ত্রী সহ আরও এক। এই ঘটনায় এলাকায় উত্তেজনা জড়িয়ে পড়ে। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই আব্দুল হক ও জাহিদুল রহমানের মধ্যে এলাকা দখল নিয়ে এই দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা চলছে। অভিযোগ শুক্রবার সকালে স্হানীয় পঞ্চায়েত সদস্যের বাড়িতে জোর করে টাকা আদায় করতে যায় জাহিদুল রহমানের গোষ্ঠীর লোকজন। টাকা দিতে রাজি না হওয়ায় পঞ্চায়েত সদস্যের স্ত্রীর উপর ছুরি নিয়ে চড়াও হয় জাহিদুল রহমানের লোকজন। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনায় জখম হয় স্হানীয় পঞ্চায়েত সদস্যের স্ত্রী আঞ্জুমান খাতুন সহ আরও এক। জখমদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। অন্যদিকে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা থমথমে রয়েছে।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *