নবান্ন থেকে রাজ্যজুড়ে বিভিন্ন জেলায় ডিএম, এসপি ও বিডিও পদে রদ বদল হয়েছে। সেই নিয়মেই ইসলামপুর মহকুমা প্রশাসনেও পাঁচজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ইসলামপুর বিডিও পদেও রদ বদল হয়। ইসলামপুর মহকুমা প্রশাসন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ইসলামপুর পৌরসভার এক্সিকিউটিভ এর পদের দায়িত্বে থাকা আরিকুল ইসলামেরও বদলিরর নির্দেশ আসার পর ইসলামপুরের বিভিন্ন মহলের মানুষ, শিক্ষক রাজনীতিবিদ প্রত্যেকেই আজ তাকে সম্বর্ধনা জ্ঞাপন করেন। এদিন আরিকুল ইসলাম বলেন, দীর্ঘ ১৩ মাস ইসলামপুর শহরে ছিলাম। ইসলামপুর মহকুমা শাসক ও পৌরপিতা নির্দেশে অনেক কাজ করতে পেরেছি।
বিশিষ্ট শিক্ষক পরীক্ষিত ঘোষ বলেন আরকুল বাবু সবাইকে নিয়ে একসাথে চলতে জানতেন।
বিশিষ্ট রাজনীতিবিদ সিপিএম নেতা রঘুপতি মুখার্জি বলেন, আরিকুল বাবু আরো বড় পরিধিতে কাজ করুন আমরা চাই তিনি সুস্থ থাকুন।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *