নিউজডেস্ক :
ইসলামপুর শ্রীকৃষ্ণপুরে ২৭ নম্বর জাতীয় সড়কের ধারে একটি চায়ের দোকানে দুস্কৃতী হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গভীর রাতে কয়েকজন যুবক চায়ের দোকানে সিগারেট চাইতে আসে। দোকানে সিগারেট না থাকায় ক্ষিপ্ত হয়ে তারা দোকানের কর্মীকে বেধড়ক মারধর করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে কর্মীর ভাইকেও মারধর করা হয় বলে অভিযোগ।
এছাড়াও দোকান থেকে টাকা লুঠ করা হয়েছে বলেও দাবি দোকান মালিকের। হামলায় আহত দোকান কর্মীসহ কয়েকজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ উঠেছে, ঘটনার পর আক্রান্তরা জাতীয় সড়কে পাহারারত পুলিশের কাছে সাহায্য চাইতে গেলেও পুলিশ দুস্কৃতিদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনও পদক্ষেপ নেয়নি। পুলিশের এই নিষ্ক্রিয়তা নিয়েই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। দোকান মালিক ইসলামপুর থানায় দুস্কৃতিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।