নিউজডেস্ক: ইসলামপুর কৃষক বাজার প্রাঙ্গণে ভারত সরকারের আরভিওয়াই (RVY) ও এডিআইপি (ADIP) স্কিমের আওতায় বরিষ্ঠ নাগরিক এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য বিনামূল্যে সহায়ক ও সাহায্যকারী যন্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ কার্তিক চন্দ্র পাল।
অনেক বরিষ্ঠ নাগরিক অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে না পারায় সাংসদের নির্দেশ অনুসারে শনিবার ইসলামপুর পৌরসভার ১৭টি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রাপকদের হাতে প্রয়োজনীয় সহায়ক যন্ত্র পৌঁছে দেওয়া হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামপুর নগর মণ্ডলের সভাপতি চিত্রজীৎ রায়, টাউন মণ্ডলের সাধারণ সম্পাদক সুজিত দাস, নগর মণ্ডলের সহ-সভাপতি প্রকাশ পাল, সাধারণ সম্পাদক কমলেশ গুপ্তা, বুথ সভাপতি পম্পা বর্ধন। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামপুর বিধানসভার কনভেনার ও উত্তর দিনাজপুর জেলা বিজেপি যুব মোর্চার সদস্য অভিষেক চক্রবর্তী।
সরকারি এই উদ্যোগে শহরের বহু বরিষ্ঠ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মুখে স্বস্তি ও সন্তোষের হাসি ফুটে ওঠে।