নিউজডেস্ক :
প্রত্যন্ত গ্রামে উন্নয়নের ছোঁয়া, ইসলামপুরে দু’টি পাকা রাস্তার শুভ উদ্বোধন
ইসলামপুর বিধানসভার প্রত্যন্ত গ্রাম্য এলাকায় উন্নয়নের জোয়ার। সোমবার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল ও ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন দু’টি গুরুত্বপূর্ণ পাকা রাস্তার শুভ উদ্বোধন করেন। দীর্ঘদিনের অপেক্ষার পর স্বাধীনতার পর প্রথমবার পাকা রাস্তা পেয়ে খুশিতে উচ্ছ্বসিত গ্রামের বাসিন্দারা।
ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রুহিয়া আদিবাসী পাড়ায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ একটি রাস্তার উদ্বোধন করা হয়। প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রাস্তা এলাকার আদিবাসী অধ্যুষিত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা-এক গ্রাম পঞ্চায়েতের চাপাসার এলাকায় প্রায় দুই কিলোমিটার দীর্ঘ আরেকটি রাস্তার শুভ উদ্বোধন করেন ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন। প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা ব্যয়ে তৈরি এই রাস্তা স্থানীয় মানুষের যাতায়াতের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও বাজার যোগাযোগে নতুন গতি আনবে বলে মনে করছেন বাসিন্দারা।
এলাকাবাসীদের বক্তব্য, এতদিন কাঁচা রাস্তার কারণে বর্ষাকালে চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ত। নতুন পাকা রাস্তা তাঁদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় পরিবর্তন আনবে।