নিউজডেস্ক :

“বৈধ ভোটারকে অবৈধ করতে দিচ্ছি না, দেব না” — এই স্লোগানকে সামনে রেখে রাজ্যের আইন মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য মহাশয়ার নির্দেশে বাংলার নাগরিক অধিকার কেড়ে নেওয়ার লক্ষ্যে নেওয়া আইনবিরুদ্ধ নির্বাচনী পদক্ষেপের বিরুদ্ধে জোরালো প্রতিবাদে সামিল হলেন আইনজীবীরা। মঙ্গলবার ইসলামপুর মহকুমা আদালতের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিগেল সেল-এর পক্ষ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হয়।

ইসলামপুর আদালত চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিআইপি রোড হয়ে বাসটার্মিনাস পর্যন্ত পৌঁছায়। সেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে মিছিলটির সমাপ্তি হয়। এরপর অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লিগেল সেলের জেলা সভাপতি স্বরূপ বিশ্বাস, ইসলামপুর আদালত ইউনিটের লিগেল সেলের সভাপতি গুরুদাসসহ অন্যান্য আইনজীবীরা। তাঁদের দাবি— গণতান্ত্রিক অধিকারের ওপর যে আঘাত দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ গণতন্ত্র রক্ষার লড়াই।



By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *