নিউজডেস্ক :
ইসলামপুরে সাইবার ক্রাইম ও ট্রাফিক সচেতনতা নিয়ে এক মাসব্যাপী কর্মসূচি শুরু করল পুলিশ। বৃহস্পতিবার ইসলামপুর মুক্ত মঞ্চে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার এসপি জবি থমাস, বিধায়ক আব্দুল করিম চৌধুরী, চেয়ারম্যান কানাইয়ালাল সহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিক ও জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা সাইবার প্রতারণা থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেন। পাশাপাশি ট্রাফিক নিয়ম মেনে চলা ও দুই চাকার যান চালানোর সময় হেলমেট পরার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২০২৫ সালে ইসলামপুর পুলিশ জেলায় মোট সাড়ে চার কোটি টাকার সাইবার প্রতারণার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪১ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এদিন ৮৬টি উদ্ধার হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
সাইবার অপরাধ সম্পর্কে সাধারণ মানুষকে আরও সচেতন করতে একটি বিশেষ সাইবার ক্রাইম ট্যাবলো চালু করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার থেকেই ইসলামপুর পুলিশ জেলার প্রতিটি থানায় সাইবার হেল্পডেস্ক চালু করা হয়েছে, যেখানে সাইবার সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।