নিউজডেস্ক :
ইসলামপুরে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ইসলামপুর কালচারাল সোসাইটি। শনিবার, ২১শে ডিসেম্বর ইসলামপুরের আশ্রমপাড়া এলাকায় একযোগে অনুষ্ঠিত হলো শীতকালীন শিবির ও রক্তদান শিবির। এই উদ্যোগে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে অসুস্থ ও মুমূর্ষু রোগীদের জীবন রক্ষার বার্তা দেওয়া হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শীতকালীন শিবিরে দরিদ্র ও অসহায় শিশুদের মধ্যে উষ্ণ পোশাক বিতরণের পাশাপাশি শিক্ষামূলক ও আনন্দদায়ক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে রক্তদান শিবিরে বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে রক্তদান করেন।
এদিন সকাল ১০টা থেকে আশ্রমপাড়া এলাকায় এই কর্মসূচি শুরু হয়। সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণেই এই মানবিক উদ্যোগ সফল হয়েছে বলে জানিয়েছে ইসলামপুর কালচারাল সোসাইটি।
ইসলামপুর কালচারাল সোসাইটির সম্পাদক সঞ্জীব বাগচি জানান, “প্রতিবছরের মতো এ বছরও আমরা শীতকালীন শিবিরের আয়োজন করেছি। পাশাপাশি এবার রক্তদান শিবিরও করা হলো। এই শিবিরে আমাদের লক্ষ্য ছিল ৫০ ইউনিট রক্ত সংগ্রহ করা। আগামী দিনেও আরও বড় পরিসরে ও আরও ভালোভাবে এই কর্মসূচি করার পরিকল্পনা রয়েছে।”
মানবিকতার বার্তা নিয়ে এই উদ্যোগ ইসলামপুরে সমাজসেবার এক গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।