জমি সংক্রান্ত একগুচ্ছ সমস্যা নিয়ে আজ ভূমি ও ভূমি সংস্কার(BLRO) দপ্তরে ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।চার দফা দাবি ভিত্তিক এই স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক কংগ্রেসের সভাপতি হারুন রশিদ জেলা কংগ্রেস নেতৃত্ব মোঃ কামরুল
সহ একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন ।
কংগ্রেস কর্মীরা মিছিল করে
বিএলআরও অফিসে আসেন এবং সেখানে তারা ডেপুটেশন জমা দেন।
ব্লক কংগ্রেস সভাপতি হারুন রশিদ বলেন, আমাদের মূলত চারটি দাবি রয়েছে। চোপড়া ঝার মৌজা সহ অগডিমটি খুন্তি অঞ্চলের ভোজপুরি মৌজা দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে যার ফলে সাধারণ মানুষ অসুবিধা হচ্ছে। সেগুলি খোলা হোক দাবি জানানো হয় এদিন।তিনি আরো বলেন, একজনের জমি অন্যের নামে হয়ে যাচ্ছে এই দালাল চক্র বন্ধ করতে হবে।
বিএলআরও ভূপন্দ্র সুব্বা বলেন, আজ জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেয়।চোপড়ার মৌজা সহ বিভিন্ন দাবি সেগুলো দেখা হবে ও সমাধান করা হবে।