নিউজডেস্ক: ইসলামপুর বার এসোসিয়েশন ভ্যাকেশন কোর্ট বয়কট করলো এদিন। এই নিয়ে আজ কোট চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। অপ্রতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ বাহিনী এসে উপস্থিত হয়। ইসলামপুর বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট গুরুদাস সাহা বলেন, বিগত দিনেও ইসলামপুর আদালতে ভ্যাকেশন কোর্টে কেস ফাইলিং হত তবে এ বছর কেস ফাইলিং ভ্যাকেশন কোর্টে হচ্ছে না। যার জন্য আমরা কোর্ট বয়কট করছি। বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি এন জে খান্না বলেন, বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ ভ্যাকেশন কোর্ট বয়কট করা হয়েছে যেহেতু কেস ফাইলিং এখানে হচ্ছে না যার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।