জামিন মিলল না নওশাদ সিদ্দিকী সহ ১৮ জন ISF কর্মীর। ধর্মতলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ধৃত ISF নেতা নওশাদ সিদ্দিকী সহ ১৮ জনকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিল ব্যাঙ্কশাল আদালত। এমনকি, এই সংঘর্ষের ঘটনায় ধৃত নাবালক ISF কর্মীরও জামিন খারিজ হয়ে গিয়েছে। তাকে হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

অভিযুক্ত এক নাবালকও পেলো না জামিন

 আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত নাবালককে হোমে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ২৪ জানুয়ারি তাকে জুভেনাইল আদালতে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে, ISF নেতা নওশাদ সিদ্দিকী সহ ১৮ জনকে ১৪ দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। আগামী ১ ফেব্রুয়ারি সকলকে আদালতে তোলা হবে।

রাজ্য সরকার স্বৈরাচারী : নওশাদ

প্রিজন ভ্যানে ওঠার সময় রাজ্য সরকারকে স্বৈরাচারী আখ্যা দিয়ে নওশাদ সিদ্দিকী বলেন রাজ্য সরকারের বিরুদ্ধে তাঁদের লড়াই জারী থাকবে।

ঘটনার সূত্রপাত ISF TMC র সংঘর্ষ থেকে

প্রসঙ্গত, দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে শনিবার  ভাঙড়ের হাতিশালায়  তৃণমূল ও আইএসএফ কর্মীদের মধ্যে সংঘর্ষ  শুরু হয়। একে-অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ ওঠে। সেই হামলারই আঁচ পড়ে শহর কলকাতায়। শনিবার বিকালে ধর্মতলায়  পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বাঁধে আইএসএফ কর্মীদের। পুলিশকর্মীদেরও মারধরের অভিযোগ ওঠে। এরপর পুলিশের তরফে চলে ব্যাপক ধরপাকড়। গ্রেফতার করা হয় আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী সহ ১৯ জন। যার মধ্যে এক নাবালকও রয়েছে। তাঁদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, অস্ত্র নিয়ে গণ্ডগোল পাকানোর চেষ্টা, সরকারি কর্মীদের কাজে বাধা, সরকারি সম্পত্তি নষ্ট করা, সরকারি কর্মীদের উপর হামলা, খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

By nb24x7

দিনদুনিয়ার খাসখবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *