সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির উদ্যোগে আজ নারী দিবস উদযাপিত হলো ইসলামপুর শান্তিনগর রেলগেট সংলগ্ন স্থানে।
আজ ৮ই মার্চ বিশ্ব নারী দিবস সেই উপলক্ষে এই নারী দিবস সম্পর্কে আলোচনার আয়োজন করা হয়েছিল।
উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী সীমা সেন, সম্পদিকা সুরভী মুন্ডা, রাজ্য সম্পাদিকা সুপ্রীতি ঘোষ মজুমদার সহ অন্যান্যরা।
সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য মৌটুসি রায় বলেন, সংসারের কাজ করেও নিজের কাজের জায়গায় প্রতিষ্ঠিত হও।
লিঙ্গ বৈষম্য, সমকাজে সমবেত, সহ একাধিক দাবির কথা তুলে ধরা হয় আলোচনা সভায়।